NOTICE 🔹২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে [ভর্তির বিস্তারিত দেখুন]    |    🔹 আমাদের স্কুলের জন্য বাংলা, ইংরেজি, বিজ্ঞান ও আরবি শিক্ষক প্রয়োজন [ক্যারিয়ার দেখুন]    |    🔹    |    🔹    |   

সভাপতির বাণী

চিলড্রেন গার্ডেন হাই স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়—এটি মানুষের চরিত্র, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনের একটি সমন্বিত প্রক্রিয়া। আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু স্বভাবগতভাবে সম্ভাবনাময়, আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে একটি সঠিক পরিবেশ, সুশিক্ষা ও সুশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন সৎ, মানবিক, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আধুনিক শিক্ষা পদ্ধতি, দক্ষ শিক্ষকবৃন্দ, নিরাপদ পরিবেশ এবং সহমর্মী ব্যবস্থাপনার সমন্বয়ে আমরা একটি উৎকৃষ্ট শিক্ষা পরিবার তৈরি করতে বদ্ধপরিকর।

আমাদের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা—এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টা আমাদের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে চিলড্রেন গার্ডেন হাই স্কুল আগামীতে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।

সকলের প্রতি রইলো আন্তরিক শুভকামনা।

ডা. মুহাম্মদ সলিমুল্লাহ
সভাপতি
চিলড্রেন গার্ডেন হাই স্কুল

চিলড্রেন গার্ডেন হাই স্কুল

চট্টগ্রাম

Always in all ways, we try to grow your latent talent.

প্রয়োজনীয় লিংকসমূহ

যোগাযোগ করুন

© 2025 CGH School. All Rights Reserved.Designed & Developed by UDDOGTABD.